[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফেন্সিডিলসহ মাহাবুর রহমান (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ যশোরের অভয়নগরে। ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাহবুর রহমান বেনাপোল বারোপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ বিষয়ে অভয়নগর থানায় মামলা হয়েছে।
অভয়নগর থানার এএসআই আফজাল জানান, শুক্রবার রাতে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়র একটি কলাবাগানে অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে। রাত আনুমানিক পৌনে ১০ টার সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় একটি ব্যাগসহ মাহাবুর রহমানকে আটক করা হলেও পালিয়ে যায় মোটরসাইকেল চালক বেনাপোল বারোপোতা গ্রামের গোলাম হোসেনের ছেলে তাহের ও অভয়নগরের চিহ্নিত মাদক কারবারি ড্রাইভারপাড়ার নূর ইসলামের ছেলে অহিদুল ইসলাম। পরে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ওই ব্যাগ থেকে।
তিনি আরো জানান,পলাতক দুইজনকে আটক করা সম্ভব হয়নি শনিবার দুপুর অবধি। তবে তাদের আটকে অভিযান অব্যাহত আছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আটক মাহাবুর রহমানসহ পলাতক মাদক কারবারি অহিদুল ও তাহেরের বিরুদ্ধে।