[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি (২২) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তারোপাড়া আমতলায়। নিহত জনি ওই গ্রামের সিরাজের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে আমতলা মোড়ে দাঁড়িয়েছিলেন জনি। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে জনির দেহ এবং একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আহসান উল্লাহ বলেন, ‘জনি নামে এক যুবক খুন হয়েছেন। কী কারণে এবং কারা খুনের সঙ্গে জড়িত সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’