যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০,৪:৪৮ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ গণপিটুনির ঘটনা ঘটে আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রেমবাগ এলাকায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানায়, ভোরে একদল সংঘবদ্ধ গরুচোর চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। একপর্যায়ে সবাই মিলে তাদেরকে ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে