ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯,৫:২২ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থানার সারহাইল এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের বেচাকেনা হচ্ছে, এমন খবরে গত রাতে গোয়েন্দা পুলিশের দু’টি দল সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলি ছোঁড়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাস্থল থেকে হিরোইন, ইয়াবা ও বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রশিদের বিরুদ্ধে ১৩ টি মাদকের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে