[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এবার মৌলভীবাজারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন এক যুবক। জানা যায়নি নিহত যুবকের নাম-পরিচয় । এ ঘটনা ঘটে শনিবার রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় ।
পুলিশ জানায়, এলাকায় সন্দেহজনকভাবে ওই যুবক ঘোরাফেরা করতে থাকেন। পরিচয় জিজ্ঞেস করার পর সঠিক উত্তর দিতে না পারায় বাগান শ্রমিকরা তাকে ছেলেধরা সন্দেহে পিটুনি দেয়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমি খবর শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে ।