[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, শীঘ্রই শুরু হবে পুরো মৌলভীবাজার ও শহরকে বন্যার কবল থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ। রোববার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি সকাল নয়টায় মৌলভীবাজার মনুনদী শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে। মন্ত্রী বলেন, আগামি দু’সপ্তাহের ভিতর এটি একনেকে উঠে পাশ হবে। কারণ এটি গুরুত্বপূর্ণ। বন্যা থেকে শহর রক্ষার বিষয়।
তিনি বলেন, এ প্রকল্পটি ভালো এক অবস্থানে চলে আসবে আগামি বছরের মধ্যে। বর্তমানে শহর প্রতিরক্ষা বাঁধে সিড ফাইল ও গাইড ওয়াল দেয়া হচ্ছে। এতে শহরের জন্য বড় উপকার হবে। শুধু তাই না, এটি একটি বড় প্রকল্প। বাংলাদেশের জন্য আমরা এ রকম অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি।
তিনি এ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ঠিকাদাররা সঠিক সময়ে ঠিক কাজ করে কি না, সেদিকে নজর রাখতে হবে।
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি দেশের ৬৪ জেলায়। সরকারের চেষ্টা আছে দেশের সবকটি নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে।