[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বলেছেন করোনায় কালে এই প্রয়োজনের সময় তার মৃত্যু চরম আঘাত হিসেবে এসেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চার জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোজ্য পুত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম তার পিতার অনুসরণে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছেন। এই করোনার সময় তার নেতৃত্বে ১৪ দল মানুষের পাশে থেকে তাদের সহায়তার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তার নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ও যথাযথ ভূমিকা রেখেছিল। তার অবর্তমানে দেশ সেই ভূমিকা আর পাবে না।
নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, জাতি নাসিমকে যথাযোগ্য মর্যাদায় স্মরণে রাখবে।