[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাগেরহাটের মোরেলগঞ্জে আফজাল মোল্লা (৬০) নামে ডাকাতি ও চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ইয়াবাসহ আটক করে স্থানীয় জনগণ পুলিশে দিয়েছেন । মঙ্গলবার বেলা ১০টার দিকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে সোপর্দ করা হয় পুলিশে ।
রতন মোল্লার ছেলে আটক আফজাল মোল্লা মিত্রডাঙ্গা গ্রামের । তার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির পৃথক মামলায় ৩টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে থানায়।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়রা আফজাল মোল্লাকে ৪৫ পিস ইয়াবাসহ পুলিশে সোপর্দ করেছে। ইতোপূর্বে উদ্ধার হওয়া ইয়াবার সাথে আজকের এই ইয়াবাগুলোর রং মিলছে না। স্থানীয় শত্রুতার কারণে বিষয়টি সাজানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, আফজাল মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে পৃথক দুটি সিআর মামলায় ৩টি ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছিল পুলিশ।