মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ বিকালে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

বুধবার, মে ২৯, ২০১৯,৬:১৭ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তিন দিনের সফরে আজ বুধবার বিকালে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । নতুন মেয়াদে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি ১৫১৩) আজ বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন । তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে মিলিত হবেন এক সৌজন্য সাক্ষাৎকারে ।

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তী সময়ে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

সফর শেষে আগামী ৩১ মে বিকালে একটি ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে