[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম শহরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছে মিনহাজ শেখ (সাড়ে ৪ বছর) নামে এক শিশু। এ দুর্ঘটনা ঘটে সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জাকির হোসেন সড়কের আকবর শাহ মাজারের সামনে মা-বাবার চোখের সামনেই। শিশু মিনহাজ নগরের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার বাসিন্দা রিপন শেখের ছেলে।
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে ছেলে মিনহাজকে মাঝে বসিয়ে স্কুলে ভর্তির জন্য খোঁজ নিতে যান মা–বাবা। এরপর বাসায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই বাবা-মায়ের সামনেই শিশুটির মৃত্যু হয়।
ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক জহিরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান ওসি।