শাহবাগে গাড়ির ধাক্কায়,১ নারী নিহত

শনিবার, জুন ১, ২০১৯,৯:১৪ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর শাহবাগে একটি গাড়ির ধাক্কায় নুরুন্নাহার (২৫) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক এবং তার স্বামী হালিম (৩০)।

এ দুর্ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত নুরুন্নাহারের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার লাকপুর গ্রামে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। দুই সন্তানের জননী নুরুন্নাহার গৃহিনী। তার স্বামী গাড়িচালক।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রী দু’জন শপিং করতে মোটরসাইকেলযোগে নিউমার্কেটে যান। ফেরার পথে আজিজ সুপার মার্কেটের সামনে নির্মাণকাজে নিয়োজিত  এ দুর্ঘটনার শিকার হন তারা।

আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নুরুন্নাহারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে