মেয়র কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে

সোমবার, জুন ১৫, ২০২০,৯:২৫ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিলেট মরদেহ পৌঁছেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের। 

আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে সিলেটের প্রবেশদ্বার চণ্ডিপুল অতিক্রম করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এ সময় মরদেহ গ্রহণ করেন সেখানে আগে থেকে অপেক্ষমান  সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর মরদেহ নির্ধারিত স্থানে নিয়ে আসেন তিনি।

এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, আজ সোমবার (১৫ জুন)  সকালে ঢাকা থেকে মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা দেওয়া হয়। মরদেহ সিলেটে পৌঁছানোর পর তা নেওয়া হবে শহরে ছড়ারপাড় এলাকায় অবস্থিত কামরানের নিজ বাসভবনে। বাসার পাশে ছড়ারপাড় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জানাজা হবে। এরপর মানিকপীর গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে লাশ  দাফন করা হবে। এর আগে গোরস্থানে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের সম্মতি সাপেক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জাকির হোসেন জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে