মেহেরপুরে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,১০:৩১ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মেহেরপুরে মালিক-শ্রমিকদের দাবি নিয়ে দ্বন্দের জের ধরে মেহেরপুরের সকল রুটে ৫ দিন বাস চলাচল বন্ধ থাকার ধর্মঘট শ্রমিকরা প্রত্যাহার করে নিয়েছে । মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতির ও শ্রমিক নেতাদের যৌথ সভা থেকে শ্রমিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তার পর থেকে সকল রুটে পূর্বের নিয়মে শুরু হয়েছে বাস চলাচল । 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, সহসভাপতি মোজাম্মেল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। 

সভায় আগামী এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি অনুযায়ী রুটগুলোতে দিনে এক ট্রিপ বাস চালানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে এমন প্রতিশ্রুতি পেয়েই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত, মেহেরপুর সকল রুটে প্রতিটি বাস দুইবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি করে শ্রমিকরো গত বৃহস্পতিবার থেকে শুরু করে বাস ধর্মঘট । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে