[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোক বার্তায় মেয়র আতিকুল ইসলাম বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সদা হাস্যোজ্জল একজন রাজনীতিবিদ। রাজনীতিবিদ-জনপ্রতিনিধি বদর উদ্দিন আহমদ কামরান এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের মনে ঠাঁই করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে আমরা এক মহান নেতাকে হারালাম।
মেয়র আতিকুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।