মেননের পরিচ্ছন্ন ইমেজকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যমূলক প্রচারণা চলছে

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৯:২১ পূর্বাহ্ণ
0
2925

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গভীর ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে সম্প্রতি অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতি-অনাচার কে কেন্দ্র করে যে অভিযান চলছে তাতে গণমাধ্যম, টেলিভিশন টকশো ও অনলাইন ‘পত্রিকা’ সমূহে ওয়ার্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ এর সংসদ সদস্য রাশেদ খান মেননের পরিচ্ছন্ন ইমেজকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যমূলক প্রচারণা চলছে। তাঁর সংসদীয় এলাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের অফিস কক্ষ উদ্বোধনের ছবি ও ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে তার নাম থাকাকে কেন্দ্র করে এ ধরনের অনভিপ্রেত প্রচারণা চালান হচ্ছে।

উক্ত ক্লাবের অভিযানে ক্যাসিনো পাওয়াকে কেন্দ্র করে ঐ ক্লাবের সাথে তার সংশ্লিষ্টতার কথা অনেক সাংবাদিক তাকে টেলিফোনে প্রশ্ন করলে তিনি তাৎক্ষনিক জানান যে, ফকিরাপুুল ক্লাবটি একটি ফুটবল ক্লাব এবং এখন থেকে তিন বছর আগে ক্লাবটির কমিটি পুনর্গঠিত হওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য হিসাবে তাকে ক্লাবের পৃষ্টপোষক হতে অনুরোধ করা হয় এবং তার নাম গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

ঐ সময় ক্লাবের সংস্কারকৃত অফিসের তিনি ফিতা কেটে উদ্বোধন করেন। এর পরবর্তীকালে ক্লাব পরিচালনা অথবা উল্লেখিত গভর্নিং বডির কোন সভা হয়েছে বলে তার জানা নাই। তিনি ঐ একদিনই ক্লাবে গিয়েছিলেন। এর পরবর্তীকালে ক্লাবটি সম্পর্কে যেটুকু তিনি জানেন যে, চ্যাম্পিয়ন লীগে ক্লাবের ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ঐ ফুটবল ক্লাবে কখন কোন সময় ক্যাসিনো বসানো হয়েছে এই সংবাদ তিনি জানতেন না অথবা ক্রীড়া মহল সাংবাদিক এবং স্থানীয় জনগণ কেউ তাকে জানায়নি।

পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিছু জানান হয়নি। এই অবস্থায় ঐ ফুটবল ক্লাবকে ‘ক্যাসিনো ক্লাব’ আখ্যা দিয়ে তার চেয়ারম্যান মেনন এ ধরনের শিরোনামে সংবাদ পরিবেশন কতখানি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর কতখানি ‘হলুদ’ সাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা বুঝতে কারো বাকি থাকে না। বস্তুত: রাশেদ খান মেননের গায়ে কালি লাগাতে এ ধরনের প্রচারের আশ্রয় নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টকশোতে একই মন্তব্যও প্রচার চলেছে।

ওয়ার্কার্স পার্টি আগামী নভেম্বরে তার দশম কংগ্রেসকে সামনে রেখে পার্টির ২১ দফার পাঁচটি দফা যথা:
১। উন্নয়নকে জনগণে কাছে অর্থবহ করতে আরও ধন বৈষম্য হ্রাস;
২। দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের বিচার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা;
৩। মাদকাশক্তি ও মাদক ব্যবসা রোধ সামাজিক প্রতিরোধ;
৪। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা বন্ধ করা ও
৫। সন্ত্রাস, হত্যা, গুম-অপহরণ, সাম্প্রদায়িকতা প্রচার, সাম্প্রদায়িক সহিংসতা ও উস্কানী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে ব্যাপক প্রচার অভিযান ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

ওয়ার্কার্স পার্টি মনে করে, কিছু সময়ের সাফসুতরো অভিযান চালিয়ে নয় এর জন্য দুর্নীতিবাজ ব্যবস্থাকে বদলাতে হবে। ওয়ার্কার্স পার্টি অস্ত্রবাজ, টেন্ডারবাজ, ক্যাসিনো-জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে ঐ ব্যবস্থা বদলের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে