[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেছেন। পাকিস্তানের লাহোর হাইকোর্টে এ পিটিশন দাখিল করা হয় শুক্রবার। সংবাদমাধ্যম ডন জানায়, মোশাররফের পক্ষে তার আইনজীবী আজহার সিদ্দিকী ৮৬ পৃষ্টার পিটিশনটি দাখিল করেন। এতে বলা হয়, মোশাররফের বিরুদ্ধে মামলায় ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারে অনেক অসঙ্গতি ছিল। তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াটি শেষ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় পিটিশনে।
আগামী ৯ জানুয়ারি লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। ২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির দায়ে গেল ১৭ ডিসেম্বর মোশাররফকে মৃত্যুদণ্ড দেন আদালত।