[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মাস্ক পরিধান করে মসজিদে আসার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। করোনা হতে মুক্ত থাকার জন্য সবসময় সচেতন থাকার পাশাপাশি মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী গতকাল রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর মাতা দেলবাহার বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ আহ্বান জানান।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা হতে নিজেকে ও পরিবারের সদস্যদের মুক্ত রাখতে ঘরের বাইরে অবস্থানকালে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সফলতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।