[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুন্সিগঞ্জে ডাকাত দলের চার সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। শ্রীনগর থেকে বুধবার (৩০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বেলতলি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ দল-এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সদস্য রকিব শিকদার, রনি হাওলাদার, বাবু শেখ ও জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পরে তাদের তল্লাশি করে পাইপগান, হাসুয়া, চাপতি, ডেগার ও দুই রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।