মুজিববর্ষ উপলক্ষে কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১,৯:০৪ অপরাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৪ জানুয়ারি ২০২১ তারিখ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে  কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাঠালিয়া  উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস  এবং শৈলজালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, জলপাই, পেয়ারা, কদবেল, তেতুল, লিচু, ডালিম, লেবু  চালতা, আমড়া, অর্জুন, নিম, হরিতকি সহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে