মুগদা হাসপাতালের সেই দুই আনসার প্রত্যাহার

শনিবার, জুলাই ৪, ২০২০,২:০১ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্ত দুই আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন, আনসার সদস্য আফসারসহ দুজনকে ক্যাম্প থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনসার সদর দপ্তরের পরিচালক নুর বলেন, এটা আমাদের জন্য বিব্রতকর। আমরা আনসারদের থেকে এমন কাজ প্রত্যাশা করিনি। তবে যারাই সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। 

জানা গেছে, শুক্রবার সকালে দিকের এই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের উপরও চড়াও হয়েছিলেন ওই আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আনসারের জনসংযোগ কর্মকর্তা বলেন, এই ঘটনার পর সেখান থাকা দুই আনসার সদস্যকে শুক্রবার রাতেই প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে