মুগদা হাসপাতালের চিকিৎসক- কর্মীদের খরচের নথি দুদকে জমা

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০,৫:১৬ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে করোনা পরিস্থিতিতে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্য কর্মীদের থাকা-খাওয়ার খরচ সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজের কাছে নথিপত্র জমা দিয়েছে মুগদা হাসপাতালের প্রতিনিধি দল।

দুই পৃথক চিঠিতে গত ৯ জুলাই মুগদা জেনারেল হাসপাতাল ও হোটেল-৭১ কর্তৃপক্ষের কাছে তথ্য ও রেকর্ডপত্র চান দুদকের উপ-সহকারী পরিচালক। এতে বলা হয়, ভারপ্রাপ্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকা এবং অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চাওয়া হয়।

চিঠিতে করোনা রোগীদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক, নার্স ও অন্যদের (৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের) থাকা-খাওয়ার মূল্য (রেট বা হার) নির্ধারণ সংক্রান্তে হোটেল-৭১ এর সঙ্গে যোগাযোগ, আলোচনা এবং সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়।

এ ছাড়া হোটেল-৭১ এর অনুকূলে এ যাবত পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি এবং চেকের কপি বা চেক গ্রহণকারীর নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয় চিঠিতে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে