মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০,১১:০৬ অপরাহ্ণ
0
88

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে জিয়াউদ্দিন তারিক আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ৭ সেপ্টেম্বর বাংলাদেশ শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে সকালে তিনি মৃত্যুবরণ করেন, গত পাঁচ দিন আগে তিনি ঐ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তারা বিবৃতিতে আরো বলেন, তাঁর মৃত্যুতে মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য দেশবাসী জিয়াউদ্দিন তারিক আলীকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ও মনে রাখবে। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন তিনি সেই দলের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনি ছিলেন সমন্বয়ক ও এছাড়াও তিনি সামাজিক আন্দোলনের সভাপতি হিসাবে কর্মরত ছিলেন। এই মহান মুক্তিযোদ্ধার মৃত্যু জাতির জন্য বেদনাময় ক্ষতি হলো যা পূরণ হবার নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত জিয়াউদ্দিন তারিক আলী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে