মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৯,৭:২১ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের কালশীতে বস্তির আগুন। আগুন নিয়ন্ত্রণে আসে রাত দুইটার পর। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এসব তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা। আগুনে পুড়ে গেছে বস্তির বেশির ভাগ ঘর। এখনো জানা যায়নি ক্ষয়-ক্ষতির পরিমাণ। এখন পর্যন্ত হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, প্রায় ২০০ এর অধিক ঘর আগুনে পুরে ছাই হয়ে গ্রসে

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুরের কালশীতে বাউনিয়াবাঁধ বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ইলিয়াস মোল্লা স্থানীয় সংসদ সদস্য বলেছেন, মসজিদের মাইকে ঘোষণা করে বস্তিবাসীকে একটি স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে। সেখানে তারা অবস্থান করবে। সকালের খাবারসহ সব বেলার খাবার দেওয়া হবে। কাপড় চোপড়ও দেওয়া হবে শীতে যাতে তাদের কষ্ট না হয় সেজন্য। সেখানে অবৈধ বৈদ্যুতিক ও গ্যাসের সংযোগ ছিল কিনা তা জানা ছিল না। থাকলেও কর্তৃপক্ষের তদারকি করা উচিত ছিল। করলে হয়তো আজকের এই আগুনের ঘটনা নাও ঘটতে পারতো।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে