মিরপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় যুক্তরাজ্যের ডিএফআইডি

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,৭:১২ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক দপ্তর ডিএফআইডি ঢাকার মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ দুই হাজার ৬২৫ পাউন্ড (প্রায় এক কোটি ৫৩ হাজার টাকা) সহায়তা দিচ্ছে। বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে সহায়তা দিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য। আগামী দেড় মাস ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মশারি ও খাদ্য নয় এমন স্বাস্থ্যকর পণ্য কেনা, শিক্ষা, মনস্তাত্ত্বিক সহায়তা ও অর্থ সহায়তা দিতে ব্রিটেনের ওই অর্থ কাজে লাগবে। 

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে