[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বান্দরবানে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, স্থানীয়রা মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মরদেহের দুই পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ানো ছিল। পুলিশের ধারণা সীমান্তে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।