[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চালু হলো ১০০ শয্যার পৃথক নতুন ডেঙ্গু ইউনিট ।আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় চালু করা হয়েছে ১০০ শয্যার নতুন এ ইউনিট । হাসপাতালটিতে পৃথক কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার জন্য যে ভবনটি তৈরি করা হয়েছিল সেটিতেই আপাতত অস্থায়ী ভিত্তিতে খোলা হলো ডেঙ্গু ইউনিট ।মিটফোর্ড হাসপাতালে জানুয়ারি থেকে গতকাল ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১ হাজার ১৬ জন বলে জানা গেছে।