[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দীর্ঘ চার দশক আইনী সেবাদানকারী প্রাজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা, এটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। বাংলাদেশ মহিলা পরিষদ এটর্নি জেনারেল মাহবুবে আলম-এর প্রয়াণে গভীরভাবে শোকাহত।
মানবতাবাদী, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা, এটর্নি জেনারেল মাহবুবে আলম যুদ্ধ অপরাধীদের বিচার মামলা, জাতির জনক বঙ্গবন্ধু হত্যামামলা, দেশের চার নেতার হত্যামামলা, সংবিধানের পঞ্চম, সপ্তম, একাদশ, ষোড়শ সংশোধনী মামলা, মানবতাবিরোধী অপরাধের মামলা, বিডিআর বিদ্রোহ মামলা সহ বহু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন।
নারীর মানবাধিকারে বিশ্বাসী, বাংলাদেশ মহিলা পরিষদের আইন সংস্কার আন্দোলনের অন্যতম পরামর্শক মাহবুবে আলম ছিলেন আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও একান্ত সুহৃদ। তিনি তাঁর কর্মযজ্ঞের মাধ্যমে দেশের মানুষের কাছে স্মরনীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে আইনীঅঙ্গনের অপূরনীয় ক্ষতি সাধিত হল, যা কোনদিন পূরন হবার নয়।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।