মাস্টারমাইন্ড স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি মহিলা পরিষদের

শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১,১২:০১ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহষ্পতিবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ ধানমন্ডিতে মাস্টারমাইন্ড স্কুলের সম্মুখে মানববন্ধন করেছে রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে র্ধষণ ও হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপক্ষে তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।  মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহেনা বেগম, আন্তর্জাতিক  সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক মাকছুদা আক্তার এবং  নির্যাতনের শিকার স্কুলছাত্রীর  পরিবারের পক্ষে তার মা শাহনূরী আমিন ও সহপাঠীবৃন্দ।

মানববন্ধন র্কমসূচিতে বক্তারা বলনে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সহিংসতার শিকার নারীদের পাশে থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।  রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে র্ধষণ ও হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয়বদিারক এবং মর্মান্তিক। নারীর প্রতি সমাজের নেতিবাচক যে দৃষ্টিভঙ্গী চলমান তার কারণে মেয়েটি এ ঘটনার শিকার হলো। ঘটনাটি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই যারা করছেন তাদেরকে অত্যন্ত সংক্ষুদ্ধ করে তুলছে। এখনো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আটকে আছে দেশ। এই ঘটনায় একজন অভিযুক্তকে কেবল আটক করা হয়েছে। কিন্তু বাকি তিনজনের বিষয়ে প্রশাসনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। ছাত্রীর শরীরে থাকা জখমের কথা বলা হলেও বিষয়টিকে বারবার উপেক্ষা করে কেবল সম্মতিতে ঘটনাটি ঘটেছে এমন বলার চেষ্টা করা হচ্ছে।

আসামি দিহানের দীর্ঘসময়ের আচার-আচরণ ও  চলাফেরা কেমন ছিল সে নিয়ে কোনও তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে না। অন্যদিকে সামাজিত যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, মিথ্যা ছবি ব্যবহার করে ঘটনার শিকার ছাত্রীর পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ধর্ষণের শিকার ছাত্রীকে দোষারোপ করা হচ্ছে। এছাড়া অপরাধ অড়াল করতে দিহানের বয়স কমিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

প্রভাবশালীদের আধপিত্য ও ক্ষমতার অপব্যবহারের কারণে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায্য বিচার প্রাপ্তি বাধাগ্রস্থ হতে পারে এমন আশংকা থেকে মহিলা পরিষদের নেত্রীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ সকল ধরনের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া র্পযন্ত র্কমসূচি চালিয়ে  যাওয়া এবং ছাত্রীর পরিবারের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার দৃঢ়ভাবে ব্যক্ত করেন মহিলা পরিষদের নেত্রীরা।

এসময় মহিলা পরিষদের নেত্রীবৃন্দ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করতে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় ৪টি দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শ্লোগান দিতে দিতে জাতীয় সংসদ ভবন র্পযন্ত গিয়ে র্কমসূচি সমাপ্ত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সংগঠনরে ঢাকা মহানগরের লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন, মহানগরের আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান, আইনজীবি ফাতেমা খাতুন, অ্যাডভোকেসি ও লবি পরচিালক জনা গোস্বামী, সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের র্কমর্কতাসহ আনুমানিক ১০০ জন উপস্থতি ছিলেন। মানববন্ধন র্কমসূচির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র আইনজীবি দীপ্তি সিকদার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে