[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এক অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী মোঃ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি গতকাল এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করেছে ।
উল্লেখ্য, ১৫ জুলাই ২০২১ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসি’র নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করার সময় উপস্থিত বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র কর্মচারীগণ স্বাস্থ্যবিধি প্রতিপালন করলেও ‘সময় টিভিতে’ প্রচারিত ছবিতে বিআইডব্লিউটিসি’র কর্মচারী মোঃ জাকির হোসেনকে মাস্ক পরিধান হতে বিরত থাকতে দেখা যায়। মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও বিআইডব্লিউটিসি চেয়ারম্যানসহ সকলকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল ও সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থী বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।