মাস্কবিহীন ঘরের বাইরে যাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায়

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১,১১:৩৬ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লকডাউন ও পবিত্র রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট মুদি, মাংস, মুরগী ও মাছসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করেন। এছাড়া আদালত ঝাউতলা, জাকির হোসেন রোড ও জিইসি মোড় এলাকায় করোনা ভাইরাস রোধে জনসাধরনকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে এবং করোনাভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ২২ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩হাজার টাকা জরিমান আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে