[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মালিবাগে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় দায়িত্বরত এক নারী পুলিশ ও রিকশা চালকসহ তিনজন আহত হয়। গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটে । আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, সে ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, ওই ঘটনার দায় স্বীকার করেছে আইএস । টুইটারে সাইট ইনটেল গ্রুপের অ্যাকাউন্ট থেকে মালিবাগের হামলার দায় স্বীকারের কথা জানিয়ে টুইট করা হয়েছে।
পুলিশের ওপর হামলা ও আইএসের দায় স্বীকারের ঘটনা এবারই প্রথম নয়। গত ২৯ এপ্রিল রাতে গুলিস্তান এলাকায় পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনজন পুলিশ সদস্য । সেসময় ওই ঘটনার দায় স্বীকার করেছিল আইএস।
এদিকে এ ঘটনার পরপরই গতকাল পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) শাখার একটি টিম ঘটনাস্থলে যায়। তারা বোমার ধরন পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং কে বা কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারেও সংগ্রহ করেন তথ্য।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলি নোমান জানান, রাত নয়টার দিকে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল মালিবাগ মোড়ে । পাশেই এএসআই রাশেদা দায়িত্বরত ছিলেন। হঠাৎ ওই গাড়ির কাছে একটি ঘটনা ঘটে বিস্ফোরণের । বোমা বিস্ফোরণের ফলে রাশেদা পায়ে এবং লাল মিয়ার মাথায় আঘাত পান। পাঠানো হয়েছে রাশেদাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে । আর লাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।