[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দুই মাথাসহ এক কচ্ছপছানা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের নজর কেড়েছিল । তবে জন্মের পরই সেটি মারা যায় । তবে এমন দুর্লভ কচ্ছপ নিয়ে গবেষণা চলছে।
গত সোমবার মালয়েশিয়ার মাবুল আইল্যান্ডে এই দু’মাথা সহ কচ্ছপ ছানার খোঁজ মেলে। উল্লেখ্য, এই সময় সুবজ কচ্ছপ প্রজননের জন্য এই সমুদ্র সৈকতগুলিতে এসে ডিম পাড়ে। এবছর প্রায় ৯০টিরও বেশি কচ্ছপ ডিম পেরেছে এই সৈকতে।
প্রসঙ্গত, এই বিরল কচ্চপ শুধু এইবার খোঁজ পাওয়া গেছে তা নয়। ২০১৪ সালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে মিলেছিল এমনই বিরল একটি কচ্চপ। সেটিও সম্ভব হয়নি বেশিদিন বাঁচানো । তিনমাস পরেই সেটি মারা যায়।
অন্যদিকে, গ্রিন টার্টেল হল সবচয়ে বড় সমুদ্রের কচ্ছপ। প্রধাণত দেখা যায় উষ্ণ ও নাতিষ্ণু সমুদ্রে । তবে এই বিরল প্রজাতির কচ্ছপ চোরাপাচারকারীদের হাতে মারা যাচ্ছে। কচ্ছপের ডিম ও মাংস চরা দামে বাজারে বিক্রি করে পাচারকারীরা মুনাফা আদায় করে ।