[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মানিকগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। এ মেলার আয়োজন করা হয় সদরের ঘিওর উপজেলার কালাচাঁদপুর গ্রামে। এ উপলক্ষে বাজারের পাশে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল বসান ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি গ্রামে চলছে ঘরোয়া অনুষ্ঠান।
এ পৌষ মেলার অন্যতম আয়োজন শত বছরের ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। এতে জেলার ৪৫টি ঘোড়া অংশ নেয়। দূর দূরান্ত থেকে কালাচাঁদপুর থেকে পাওনা পর্যন্ত দেড় কি.মি এলাকার দুপাশে বহু মানুষ এসেছেন এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে।