[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মানিকগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম্য শালিস বসিয়ে এক স্কুল ছাত্রী ও তার তিন বন্ধুকে জরিমানার করা হয়। মারধরের অভিযোগ উঠেছে জরিমানার টাকা আদায় না হওয়ায়। আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি লজ্জা ও অপমানে। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।
হরিরামপুরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৫ আগস্ট। স্বজনদের অভিযোগ, গ্রাম্য মাতবর ওই স্কুল ছাত্রী ও তার বন্ধুদের এক লাখ টাকা জরিমানা করে চরিত্রহীন অপবাদ দিয়ে। মাতবর ও তার সহযোগী কয়েকজন বখাটে মেয়েটিকে মারধর করে সে টাকা দিতে রাজি না হওয়ায়।
এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা করেছেন মেয়েটির বাবা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীরা বলছেন, যারা মারপিট করেছে তাদের মধ্যে রয়েছে রানা, লুৎফর, এলমা ও রেহেনো। মেরেছে বাশ দিয়ে, কাঠ দিয়ে আর রড দিয়ে। ঘরে কেন তালা দিল, আর কিসের টাকা চায় সেটা জানতে চাই। আমরা বিচার চাই।