[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যুথী বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি-রশিদপুর গ্রামে। লাশটি উদ্ধার করা হয় আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে। ওই গ্রামের ওয়াসেল চৌধুরীর স্ত্রী যুথী।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে যুথী আাত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তদন্ত শেষে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।