[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুপ্রিয় সুধী,
সালাম ও সুভেচ্ছা নিন। আশা করি চলমান এই করোনা পরিস্থিতিতে সৃষ্টিকর্তার অসীম কৃপায় সর্বোপরি ভালো ও সুস্থ আছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে চলতি ডিসেম্বর মাস মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি।
আমাদের এই পত্রিকা আপনাদের লেখা ব্যাতীত অসম্পূর্ণ থেকে যায়। আপনাদের রচিত প্রত্যেকটি লেখা আমাদের পত্রিকায় এক অনন্যমাত্রা যোগ করেছে। আমরা মানব সংবাদ পরিবার আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।
পূর্বের ধারাবাহিকতায় এবারো মানব সংবাদের এই বিশেষ সংখ্যায় আপনাদের পক্ষ থেকে লেখা আহ্বান করা হচ্ছে।
আপনার রচিত যেকোনো তথ্যবহুল বিষয়ভিত্তিক লেখা আমাদের এই সংখ্যায় প্রকাশের জন্য পাঠাতে অনুরোধ করা হলো।
শেষ সময়ের জন্যে অপেক্ষা না করে আজই পাঠিয়ে দিন আপনার সেরা লেখাটি। লেখা পাঠানোর শেষ তারিখ- ২১/১২/২০২১ ইং। সবার জন্য নিয়মাবলী ও বর্ণিত বিষয় গুলোর প্রতি গুরুত্ব দৃষ্টি আকর্ষণ পূর্বক:-
*আপনার পছন্দনীয় যে কোন তথ্যবহুল বিষয়ের উপর লেখা জমা দিতে পারবেন।
*লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
*দেশ বিরোধী,ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অশ্লীল শব্দের লেখা গ্রহণ অযোগ্য।
*লেখকের পূর্ণ ঠিকানা,ছবি ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে।
* লেখা ই-মেইল মাধ্যমে প্রেরণ করতে পারবেন।
* লেখা বাছাইয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
* লেখা ছাপানোর পরে লেখকের জন্য সৌজন্য কপি পাঠানো হবে।
লেখা পাঠানোর ই-মেইল:- manobsongbad@gmail.com
ধন্যবাদান্তে,
শাহরিয়ার আহমেদ
নির্বাহী সম্পাদক
মানব সংবাদ।































