[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে৭৮ জনকে আটক করেছে। তাদের আটক করা হয় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা রুজু হয়েছে আটককৃতদের বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করছে ডিএমপির একটি সূত্র। সূত্র বলছে, আটকের সময় তাদের হেফাজত থেকে ১৪৩১২ পিস ইয়াবা, ৪৬১ গ্রাম ১২৬৪ পুরিয়া হেরোইন, ২৬ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা ও ১ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।