[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম ৯নং ওয়ার্ড পৌরসভা এলাকায় কৃষকদের উপর অতর্কিত হামলা। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত কৃষক মোঃ নুর আলমের সাথে কথা বলে জানা যায়, তাদের নিজস্ব জমির উপর তামাক রোপণ করে ঐ গ্ৰামের বাসিন্দা আবুল হোসেন সহ আরো কয়েকজন । তাঁরা তামাক রোপন করার পর সেখান থেকে চলে যায় এর পর সম্পত্তির মালিক ও ভোগদাররা সেখানে তাদের জমি দেখতে গেলে আবুল হোসেনসহ আরো কয়েকজন লাঠিসোটা নিয়ে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়, এ ঘটনায় কয়েকজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, আবুল হোসেন ঐ জমিতে আসার পরই তার সাথে থাকা লোকদের বলে, ‘এদেরকে এখানেই শেষ করে দে’ এই কথা শুনা মাত্রই আবুল হোসেনের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং নুর আলমদের বাড়িতে এসে হামলা চালায়। বিভিন্ন জিনিস ও আসবাবপত্র ভাংচুর করে অনুমান দশ হাজার টাকা ক্ষতিসাধন করে।
নুর আলম বলেন , আমরা অনেক আগে থেকেই ঐ জমিতে চাষাবাদ করে আসছি কিন্তু হঠাৎ করে তারা দাবি করেন এই জমি আমাদের এর পর তারা জমির মাঝখানে নতুন (আইল) বা বাঁধ দিয়ে তামাক রোপন করে । কোন মাপজোক ও কাগজ ছাড়াই তারা হটাৎ এই জমির মালিক বলে দাবি করে। এর পর আমি ও আমার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় আবুল হোসেন ও তার সঙ্গীও সাথীরা। এই ঘটনার আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তারা হঠাৎ করে এভাবে হামলা করবে এটা আমরা আদৌ কল্পনা করিনি। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত নুর আলম।