মাগুরা কলেজছাত্র হত্যা মামলায় ২ আসামির আত্মসমর্পণ

সোমবার, জুলাই ২২, ২০১৯,১১:০৪ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাগুরায় চাঞ্চল্যকর কলেজছাত্র লিসান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আদালতে আত্মসমর্পণ করেছে শামীমসহ দুই আসামি । আজ সোববার দুপুরে তারা আত্মসর্মপণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে । 

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, কলেজছাত্র লিসান হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম ফকির ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন সদর থানায় । হত্যাকান্ডের পর-পরই পুলিশ মামলার চার ও ছয় নম্বর আসামী রবিন ও হাসানকে সক্ষম হয় গ্রেপ্তার করতে । আজ সোমবার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী শামীম ও তিন নং আসামী রিংকু  আত্মসর্মপণ করেছে আদলতে। 

গত সাত জুলাই মাগুরা শহরতলীর শিবরামপুর মর্ডান মোড়ে প্রকাশ্য দিবালোকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র লিসানকে ছুরিকাঘাতে হত্যা করে সোহেল নামে স্থানীয় এক বখাটে যুবক। পুলিশের বক্তব্য অনুযায়ী, পূর্ব বিরোধের জের ধরে লিসানের সহপাঠী শামীমসহ অন্যরা এ হত্যার ঘটনা ঘটায় সোহেলকে দিয়ে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে