মাইক্রোবাসচাপায় ঝিনাইদহে নিহত ২

বুধবার, মে ২৯, ২০১৯,৬:৪৭ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় তাসলিমা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী ও ইমামুল হক (২৭) নামে রংমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। ঝিনাইদহ-মাগুরা মহাড়কের পোড়াহাটি নামকস্থানে পৌঁছালে ফেটে যায় মাইক্রোবাসের সামনের চাকা । এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন, রংমিস্ত্রি ইমামুল হককে ধাক্কা দিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন দুজনকে। নিহত স্কুলছাত্রী তাসলিমা খাতুন পোড়াহাটি গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং ইমামুল হক ঘোড়ামারা গ্রামের হুরমত আলির ছেলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে