[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর সোমবার সূর্য উদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৬.৪৫ টায় আন্দরকিল্লা পুরাতন নগরভবন বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮ টায় বাকলিয়া চসিক স্টেডিয়ামে কর্পোরেশনভূক্ত স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেন সমূহের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ। একই স্থানে সকাল ৮.৩০ মি. পবিত্র কোরআন তেলাওয়াত। ৮.৩৫ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও কর্পোরেশন পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো। ৮.৪৫ মি. সিটি মেয়রের ভাষণ প্রদান, ৮.৫৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্পোরেশনভূক্ত স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেন সমূহের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, কাব দলের প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। সকাল ৯ টা ৪৫ মিনিটে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক ধন্যবাদ জ্ঞাপণ এবং ৯ টা ৫০ মিনিটে ডিসপ্লে অনুষ্ঠিত হবে। ১০.৫৫ মি. কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। বিকেল ৩ টায় থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এছাড়া ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।