[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হাসান আল-থানি মসজিদ’ আটলান্টিকের বুক চিরে গড়ে ওঠা এক সুন্দর স্থাপনা।
মসজিদের কেন্দ্রীয় হলের ছাদটি দুই পাশে সরে গিয়ে উন্মুক্ত হয়। ৩ হাজার ৪০০ বর্গমিটার আকারের এই ছাদটির ১ হাজার ৭৫০ বর্গমিটারই উন্মুক্ত হতে পারে। ১১০০ টন ওজনের এই ছাদটি একটি মোটরের সহায়তায় খুলে যেতে সময় নেয় মাত্র পাঁচ মিনিট।
ছাদটি বন্ধ থাকা অবস্থায় ৫০টি ঝাড়বাতি হলটিকে আলোকিত করে রাখে। দিনের বেলা ছাদটি খুলে দেয়া হলে মুসল্লিরা খোলা আকাশের নিচে সূর্যের আলোয় আলোকিত হলঘরে নামাজ আদায় করতে পারেন।
রাতের বেলা হলে চাঁদ-তারার কোমল আলো এবং হলরুমের চারপাশের দরজাগুলো থেকে বিচ্ছুরিত আলো হলরুমটিকে আলোকিত রাখে।
আটলান্টিকের বুক চিরে গড়ে ওঠা এই সুন্দর স্থাপনার বিষয়ে বিস্তারিত জানুন।
ভিডিওটি দেখতে পারেন এইখানে :