ময়মনসিংহে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

সোমবার, সেপ্টেম্বর ৯, ২০১৯,৪:৫৫ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহের ত্রিশালে দুই পথচারী নিহত হয়েছেন ট্রাকচাপায়। এতে আহত আরো একজন হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে আজ সোমবার (৯ সেপ্টেম্বর)  সকাল ৬টার দিকে উপজেলার বগারবাজার এলাকায়। নিহতরা হলেন আলাউদ্দিন (৫৫) ও ফজলু হক (৫০)। উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মো. আজিজুর রহমান। তিনি জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। এতে আহত হন আরো একজন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে