ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শনিবার, জুলাই ২০, ২০১৯,৮:৪৪ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর । এ ঘটনা ঘটে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চকের কান্দা গ্রামে। নিহতরা হলো জিহাদ হোসেন (৪) এবং তানজিন আহম্মেদ (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে চকের কান্দা গ্রামের হযরত আলীর ছেলে তানজিন আহম্মেদ এবং আইয়ূব আলীর ছেলে জিহাদ হোসেন  চুল কাটাতে বাজারে যায়। চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে তানজিন স্রোতের পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে  পানিতে পড়ে যায় জিহাদও। পরে স্থানীয়রা তাদের অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে তাদের লাশ ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে