[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে সুলতান মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের ।
বুধবার এ ঘটনা ঘটে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে ।সুলতান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ঠাকুরবাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। জানা যায়, দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশে মাছ ধরতে গেলে হালেঙা নদীতে নিখোঁজ হয় সুলতান। পরে এলাকাবাসী ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা খোঁজাখুজির পর বিকাল ৬টার দিকে সন্ধান পায় সুলতানের লাশের ।