মমতার সঙ্গে কথা বলতে চান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯,৮:৪০ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর) ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ। তাই চলতি মাসে রাজ্যজুড়ে যে এনপিআর প্রশিক্ষণের কাজ শুরু হয়েছিল, তা স্থগিত করে দেন তিনি। এদিকে এনপিআর করবে না বলে জানায় কেরালাও। ফলে নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকার অনেকটাই অস্বস্তিতে পড়েছেন।

এদিকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টেলিভিশন চ্যানেলে অমিত শাহের কাছে জানতে চাওয়া হয়, সাংবিধানিকভাবে ভারতের কেন্দ্রীয় আইন বলবৎ করতে বাধ্য রাজ্য সরকারগুলো। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার অবস্থানে অনড় থাকলে সংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। সে-ক্ষেত্রে কী হবে?  এ সময় অমিত শাহ বলেন, ‘আমি প্রয়োজনে বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাদের বোঝানোর চেষ্টা করব। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাব।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে