মদ খেয়ে মাকে পিটিয়ে হত্যা করল মাতাল ছেলে

বুধবার, জুলাই ১৭, ২০১৯,৪:২৭ পূর্বাহ্ণ
0
97

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার কুলডিহা গ্রামে নিজের মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে  ৩০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ছেলের হাতে মারা যাওয়া ওই নারীর নাম সুশীলা।  ৫৫ বছর তার বয়স।

স্থানীয় পুলিশ জানায়, মাকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম বিস্টু সিংহ। সে রোজই মদ খেয়ে এসে  মাতলামি করতো বাড়িতে বলে অভিযোগ প্রতিবেশীদের। ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরেই বিস্টুর বাবা জাগ্গু সিংহ  বসবাস করেন অন্যত্র। 

এদিকে গত সোমবার রাতে মদের নেশায় মত্ত হয়ে বাড়ি ফিরে মায়ের সঙ্গে  শুরু হয় বিস্টুর তর্ক। তার পরই বাঁশ এনে মাকে মাটিতে ফেলে সে পেটাতে শুরু করে । সুশীলা দেবীর মার খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় । গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশ সুশীলা দেবীর মরদেহ উদ্ধার করে । 

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বিস্টু সিংহকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশে জানিয়েছে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে