[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের আদেশ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্ধারণ করেছে আদালত। আগামী ৩০ জানুয়ারি দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের দিনে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় এ রিট করা হয়।
রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে এ রিটে। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এই আইনজীবী।
রিট আবেদনে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পালিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে পূজা উদযাপন বিঘ্নিত হবে। এমতাবস্থায় ভোটের দিন ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে। অশোক কুমার ঘোষ বলেন, আশা করি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করবেন।