[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ও টাঙ্গাইল জেলার পক্ষ থেকে সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কমূসূচি পালিত হয়।
এসময় পার্টির টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মাহমুদুল হাসান পিপলু, কমরেড সাইফুর রেজা মামুন, কমরেড আনোয়ার হোসেন চিস্তি, কমরেড এড. সাইফুল ইসলাম, কমরেড কেশব চন্দ্র সুকুমার, কমরেড মাসুদ রানা, কমরেড মাসুদুল মুরাদ, কমরেড লুৎফুল কবির, কমরেড রাহাদুল ইসলাম রনি প্রমুক।
মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ২০ নভেম্বর, ২০২১ শনিবার বিকাল ৩টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ কাকরাইল-এর ‘মুক্তিযুদ্ধ স্মৃতি’ মিলনায়তনে ‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।