[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মোঃ মনির হোসেন
সকল সময় বাসবো ভালো, চাইলে প্রমাণ দিতে পারি
তোমায় ভালোবেসেছি যে যথেষ্ট নয়, আভাস তারই।
সকল সময় বাসবো ভালো, তোমায় সেটা দিতে পারি
জীবন মানে ভালোবাসা অমরতায় দেবো পাড়ি।
কত কেউ করে প্রোপোজ, মানে কত ডে,
তোমার আমার ভেলেন্টাইন, হৌল লাইফ এভরি ডে।